শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-
খুলনার পাইকগাছায় ডিজিটাল ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় বেলুন উড়িয়ে ও ফিতা কেঁটে সেবাসপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলানির্বাহী অফিসার মমতাজ বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহাবুবুর রহমান রনজু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পরিসংখ্যান কর্মকর্তা
কবিরুল ইসলাম কবির, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক আলাউদ্দীন রাজা ও প্রধান সহকারী আব্দুল বারী। উল্লেখ্য, ১৯ মে শুরু হওয়া ভূমি সেবা সপ্তাহ ২৩ মে শেষ হবে।
উপজেলা ভূমি অফিসের পাশাপাশি উপজেলার রাড়ুলী সহ ৬টি ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ভূমি সেবা পালন করা হচ্ছে।