শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
খুলনার পাইগাছায় তেল, গ্যাস, ডিজেলসহ নিত্য প্রয়োজনীয় পন্যের উর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। শনিবার দুপুরে পুরনো পরিবহন চত্বরে উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএপির সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম নান্নু।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক এ্যাড, আব্দুস সাত্তার, যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন ডাবলু, সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, এস এম ইমদাদুল হক, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, নাজির আহম্মদ, কামাল আহম্মদ সেলিম নেওয়াজ, আমিনুল ইসলাম বাহার সহ শত শত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশের বক্তব্যে প্রধান অতিথি বলেন, বর্তমান ব্যর্থ সরকারের আমলে চাল, ডাল, তেল, ডিজেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য বৃদ্ধি পাওয়ায় এগুলো কৃষক সহ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে।তিনি আরও বলেন ,বিএনপি সরকারের আমলে প্রতি কেজি চাউলের মুল্য ছিল ২০ টাকা যা বর্তমানে ৬০টাকা, প্রতি লিটার সোয়াবিন তেলের ছিল ৭৫টাকা যা বর্তমানে ১৯০ টাকা, প্রতিটা জিনিসের বর্তমান মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
এসময় দ্রব্যমূল্য সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবী জানিয়ে আগামী নির্বাচন নিরপক্ষ তত্বাবদায়ক সরকারের অধিনে না দিলে বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের অধিনে অংশগ্রহণ করবে না বলেও উল্লেখ করেন তিনি।দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্টায় সকল পর্যায়ের নেতা কর্মীদের একসাথে থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করার আহবান জানান তিনি।