খুলনার পাইকগাছা আদালতে কর্মরত পুলিশ করোনায় মৃত্যু জেলা পুলিশের শোক
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মোঃ আজিজুর রহমানের (১৪৫২)(বিপি-৭০৮৯০৭১২৫৫), করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরার তালা উপজেলার মুড়াগাছা গ্রামের মো: আবুল হেসেন সরদারের ছেলে।
খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২১জুন তিনি আকষ্মিক অসুস্থ্য হয়ে পড়লে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন র্যাপিড এ্যান্টিজেন পরীক্ষায় তার নমুনায় পজেটিভ শনাক্ত হয়।
এরপর সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আজ বুধবার (২৩ জুন) খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
তিনি ১৯৭০ সালের ১ আগস্ট জন্মগ্রহন করেন। ১৯৮৯ সালের ১৩ জুন তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসেবে যোগদান করেন। ব্যক্তি জীবনে তিনি ৩ কন্যা সন্তানের জনক।
বাংলাদেশ পুলিশের এই গর্বিত সদস্যের মৃত্যুতে খুলনা জেলা পুলিশ গভীরভাবে শোকাহত।