শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
পাইকগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ। জানা যায়,শুক্রবার বিকাল তিনটার দিকে পাইকগাছার ১নং হরিঢালী ইউনিয়নের হরিঢালী গ্রামের মোঃ আশরাফ গাজী তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ৫নং সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ আলাউদ্দীন এর সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে দিচ্ছিলেন। এ সময় এলাকাবাসী উপজেলার কিশোর কিশোরী ক্লাবে খবর দেন। ক্লাবের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমকে বিষয়টি জানান। উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষনিক উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন ও ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেনকে নিয়ে অভিযানে নামেন এবং বিয়ের আসর হতে মেয়ের পিতাকে আটক করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম মেয়ের পিতাকে ভ্রম্যমান আদালতে বাল্য বিবাহ নিরোধ আইনে ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না এই মর্মে অঙ্গীকার নামায় মেয়ের অভিভাবকদের স্বাক্ষর নিয়ে বিয়ে বন্ধ করে দেন।