খুলনা জেলা প্রতিনিধি :
আজ খুলনা জেলা স্টেডিয়ামে সোনালী ব্যাংক লিমিটেডের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) এর আওতায় খুলনা জেলার ৫০০ জন সীমিত আয়ের মানু্ষের মাঝে মোট ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়। জেলা প্রশাসন, খুলনা'র আয়োজনে এবং সোনালী ব্যাংক লিমিটেডের অর্থায়নে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় দুঃস্থ ও কর্মহীনদের মাঝে অর্থ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনা জনাব মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা জনাব মোঃ সাদিকুর রহমান খান, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব এমডিএ বাবুল রানা, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, খুলনা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।