শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক ডুমুরিয়া ও পাইকগাছা থানার সীমানায় পাইকগাছা থানাধীন পার মধুখালী সাকিনস্থ চৌমোহনী খেয়াঘাটে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য একজন অবস্থান করিতেছে মর্মে জানতে পেরে শনিবার (১০ জুলাই) বিকাল ৫.৫০ মিনিটের সময় মামলার ঘটনাস্থল খুলনা জেলার পাইকগাছা থানাধীন পার মধুখালী সাকিনস্থ চৌমোহনী খেয়াঘাটে গেউয়াবুনিয়া গ্রামগামী ইটের সলিং রাস্তার উপর থেকে আসামি ১। হিমাংশু সরকার (৩৬), পিতা- নিরোদ সরকার, মাতা- যশোমতি সরকার, সাং-পার মধুখালী, থানা-পাইকগাছা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীর ডান হাতে থাকা ০১ (এক) টি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে SHALIMAR KRISHNA KANHAIYA DHOOP BATTI নামক আগরবাতির কাগজের প্যাকেটের ভিতর একটি স্বচ্ছ পলিপ্যাকে মোড়ানো অবস্থায় ৪০০(চারশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা বের করে দেন। এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে ১০ তারিখ শনিবার বিকাল ৬.১৫ মিনিটে জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে পাইকগাছা থানায় শনিবার (১০ জুলাই) মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন যার নং- ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।