খুলনা বিএল কলেজে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপকের উপর দূর্বৃত্তের নৃশংস হামলা
বিএল কলেজ প্রতিনিধিঃ
খুলনা সরকারি বিএল কলেজের জনপ্রিয় শিক্ষক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক (২৯ তম বিসিএস) মোহাম্মদ আলী স্যারকে কলেজ গেটের সামনে ইভটিজিং এর প্রতিবাদ করাকে কেন্দ্র করে দূর্বৃত্তের হামলায় মারাত্মকভাবে আহত হয়ে খুলনা ২৫০ বেড হাসপাতালে ভর্তি আছেন।
কলেজ প্রশাসনের তথ্যমতে, আজ সকালে কলেজ গেটে কিছু স্থানীয় বহিরাগত ছাত্র কলেজ ছাত্রীদের সাথে ইভটিজিং/উত্যক্ত করে। এটি নজরে আসে স্যারের,ওখানেই উনি বিষয়টির প্রতিবাদ করে।
যার রেশ ধরে, পরে ঐ বহিরাগত ইভটিজার গ্রুপ স্যারের উপর নৃশংস হামলা করে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ জানান,বিষয়টি প্রশাসন কে জানানো হয়ছে, অতি দ্রুত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জন্য কলেজ প্রশাসন চেষ্টা অব্যহত রাখছে।
বিষয়টিকে কেন্দ্র করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা অপরাধীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে। নতুবা বিক্ষোভ, আন্দোলন, মানববন্ধন কর্মসূচি ঘোষনা করবে বলে জানিয়েছেন কলেজ প্রশাসনকে।