বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে মাহেন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ মাদ্রাসার ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় আরো ৩ শিক্ষার্থী। আহদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার গভীর রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর গ্রামের আব্দুল্লাহ মাহমুদ (২২), রামপালের ঝনঝনিয়া গ্রামের আব্দুল গফুর (২০) ও সাতক্ষীরার কালীগঞ্জের মালিন্দ্রা গ্রামের সালাউদ্দিন (১৯)। নিহত ও আহতরা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিরমপুর মাদ্রাসার ছাত্র ছিলো। নিহত ও আহতরা সবাই খুলনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শেষে বাগেরহাটে মাদ্রাসায় ফিরছিলেন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, শনিবার খুলনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শেষ করে নিহতও আহতরা মাহেন্দ্র গাড়ীতে করে মাদ্রাসায় ফিরছিলো। রাত দেড়টার দিকে ফেরার পথে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের শ্যামবাগাত এলাকায় ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মাহেন্দ্রে থাকাদের মধ্যে ৩ মাদ্রাসার ছাত্র মারা যায়। বাকীদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও দুর্ঘটনাকবলিত মাহেন্দ্র উদ্ধার করতে পারলেও ট্রাক পালিয়ে যায়। এদিকে নিহতদের লাশের ময়না তদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবাবারের সদস্যরা। দুপুরে হাকিমপুর মাদ্রাসায় জানাযার নামাজ শেষে লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে বলে জানান হাইওয়ে থানার ওসি।