প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৯:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৩, ১:১০ পি.এম
খোকসায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
রাব্বী আহমেদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা পরিষদে স্মৃতিস্তম্ভ মুক্তির মন্ত্র'র ফলকে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হয়।
প্রথমে খোকসা-কুমারখালি -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণে করেন পরে পর্যায় ক্রমে উপজেলা পরিষদ, খোকসা থানা, খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, খোকসা উপজেলা আওয়ামী লীগ, খোকসা পৌরসভা, অফিসার্স ক্লাব খোকসা, খোকসা সরকারী কলেজ, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যাক্তি পর্যায়ে শ্রদ্ধার সাথে পুস্পমাল্য অর্পণ করেন।
পরে শোক র্যালী শেষ করে অফিসার্স ক্লাব হল রুমে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পরুস্কার বিতরণ, বিশেষ দোয়া প্রার্থনা অনুষ্ঠিত হয়।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.