নিজস্ব প্রতিবেদক:-
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় বাউশিয়া ইউনিয়নের আওতাধীন মতলব ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম মূখী সোডিয়াম হাইড্রোসালফাইড কেমিক্যাল ভর্তি ট্রাকে আগুন।
গতকাল শনিবার সন্ধ্যা আনুষ্ঠানিক ৭ ঘটিকার সময় এ অগ্নিকান্ডটি ঘটে।ঢাকা থেকে চট্রগ্রাম মুখি ট্রাকটিতে কেমিক্যাল ভর্তি ড্রাম ছিলো।ট্রাকটির নাম্বার(ঢাকা মেট্রো ন - ১৩-৪৪৯৩)।গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রিফাত মল্লিক জানায়,একটি অপরিচিত নাম্বার থেকে ফায়ার স্টেশনে আগুন লেগেছে এমন সংবাদের একটি কল আসে সন্ধ্যা আনুমানিক ৬.৪৫ মিনিট।আগুন লেগেছে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর দুইটি ইউনিট স্টেশন অফিসার জনাব রিফাত মল্লিকের নেতৃত্বে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে(সংবাদ প্রাপ্তির সময় -১৮-৪৫) ১৮-৪৬ ঘটনাস্থলে পৌঁছে ২০ -০০ আগুন সম্পন্ন নির্বাপন করে।রিফাত মল্লিক জানান,ট্রাকটিতে ১২০ড্রাম সোডিয়াম হাইড্রোসালফাইড ছিলো।গজারিয়া স্টেশনের ফায়ার সার্ভিসের টিম দুটি অত্যন্ত দক্ষতার সাথে আগুন নির্বাচন করে নির্বাপণ করিতে সক্ষম হয়।তবে আগুন লাগার কারন সম্পর্কে এখনোও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।