মোঃখায়রুল ইসলাম হৃদয়
(গজারিয়া,মুন্সিগঞ্জ.)
মুন্সিগঞ্জের গজারিয়ায় মাদক দ্রব্য অভিযান গত পরিচালনা করেন গজারিয়া থানা পুলিশ। গত ইং-১০/০৫/২০২২ খ্রিঃ রোজ মঙ্গলবার রাত অনুমানিক ২০.৩০ ঘটিকার সময় এসআই(নিঃ)/ মোঃ সেকান্দর আলী, এএসআই(নিঃ)/মোঃ শরিফুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ আমিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানাধীন হোসেন্দী ইউনিয়নের অন্তর্গত জামালদী সাকিনস্থ মেসার্স এ.কে টিম্বার “স” মিল এর সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫০ (এক শত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ১৪.১৭৫ গ্রাম, মূল্য অনুমান ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ জুনায়েত(১৯), পিতা-মোঃ মজিবুর রহমান, মাতা-মোছাঃ হাওয়া বেগম ,স্থায়ী: গ্রাম- টেঙ্গারচর (মধ্যপাড়া ) , উপজেলা/থানা- গজারিয়া, জেলা -মুন্সিগঞ্জে গ্রেফতার করেন।আজ বুধবার গ্রেফতার কৃত আসামীকে মদক দ্রব্য মামলা দায়ের করে বিজ্ঞ মুন্সিগঞ্জ জেলা আদালতে প্রেরণ করেন বলে জানিয়েছেন গজারিয়া থানা পুলিশ।
আসামির পরিবারের অভিযোগ আসামি জোনায়েদ কে পরিকল্পিত ভাবে ফাঁসিয়েছে দুষ্কৃতী চক্র দুষ্কৃত চক্র।