মোঃখায়রুল ইসলাম হৃদয়.
(গজারিয়া,মুন্সিগঞ্জ)
গজারিয়া থানা পুলিশের আয়োজনে গতকাল -২৬জুন গজারিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রইছ উদ্দিন এর সভাপতিত্বে তাহার নিজ অফিস কক্ষে গজারিয়া থানার সকল অফিসারদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার মূল বিষয় বস্তু ছিলো অত্র থানা এলাকার আইন-শৃংখলা নিয়ন্ত্রন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে।
গজারিয়ার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন তাদের পুলিশ সদস্যদের কে গজারিয়া বাসী কি ভাবে শান্তিতে থাকিবে,অত্র থানাধীন সকল নাগরিকের জানমাল রক্ষার্থে তারা কিভাবে আরো শক্তিশালী ভূমিকা পালন করতে পারবেন সে বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
সে সময় বিট পুলিশিং এর উপরে বিভিন্ন দায়িত্ব আরোপ করেন অফিসার ইনচার্জ জনাব রইছ উদ্দিন।রইছ উদ্দিন জানান গজারিয়ার প্রতিটি ইউনিয়নের কর্মকাণ্ড তদারকি করার জন্য ইউনিয়নভিত্তিক এসআই এবংএএসআই গনের নিকট দায়িত্ব দেওয়া হয়েছে।যাতে করে ইউনিয়ন বাসীর দ্রুত সেবা পেতে পারেন।এবং পুলিশ সদস্যরা তাদের কর্মকাণ্ড গুলো সুন্দরভাবে পরিচালনা করিতে পারেন।
জনাব রইছ উদ্দিন সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে বলেন,ইতিমধ্যে আপনাদের কর্মদক্ষতার মাধ্যমে গজারিয়াকে একটি সুন্দর উপজেলা রুপান্তর করার জন্য জনপ্রতিধিদের সাথে নিজেদের সক্ষমতা দেখিয়েছেন।তবে আমরা পুরোপুরি গজারিয়াকে সন্ত্রাস মুক্ত করিতে পারিনি। এখনো গজারিয়ার সন্ত্রাসী হামলা, মাদকদ্রব্য পাচার থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম চলে যাচ্ছে।সে ক্ষেত্রে আমাদেরকে আরো সচেষ্ট হতে হবে।সেজন্য আমাদের আরো বেশি চোখ কান খোলা রেখে মাঠে কাজ করিতে হবে তবেই আমরা আমাদের স্থান থেকে আমাদের স্বাধ্য অনুযায়ী গজারিয়াকে একটি আধুনিক উপজেলা হতে যেসব গুণাবলীর প্রয়োজন সেটা উপহার দিতে পারিবো গজারিয়া বাসীকে।