গণহত্যা দিবসে মৌলভীবাজারে গণকবরে সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল।
মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:-
১৯৭১ এর ২৫ মার্চ অপারেশন সার্চলাইটের নামে ইতিহাসের জঘন্যতম গণহত্যার রাতে ঘাতকের নৃশংসতার প্রথম প্রতিরোধ করা হয়েছিল রাজারবাগ পুলিশ লাইন্স থেকে, সেই ভয়াল রাতে ঘাতকের বুলেটে প্রাণ হারান বাংলা মায়ের ১১০০ পুলিশ সদস্য।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) মৌলভীবাজার জেলার শাহ মোস্তফা রোডের পাশে অবস্থিত গণকবরে অপারেশন সার্চলাইটের জানায় মৌলভীবাজার জেলার সর্বস্তরের জনসাধারণ।
অপারেশন সার্চলাইট নামক ইতিহাসের জঘন্যতম গণহত্যা শহীদদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাদের গণকবরে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে দোয়া করেন মৌলভীবাজার – ০৩ আসনের মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার, মৌলভীবাজার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান ও অন্যান্য ব্যক্তিবর্গ
Leave a Reply