মোঃমাজহারুল ইসলাম মলি
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে দলীয় প্রার্থী চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
শনিবার (০৯ অক্টোবর) কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই তালিকা অনুযায়ী গলাচিপার ৮টি ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন—কলাগাছিয়া ইউনিয়নে মো. দুলাল চৌধুরী, পানপট্টি ইউনিয়নে আবুল কালাম, বকুল বাড়িয়া ইউনিয়নে আবু জাফর খান, গজালিয়া ইউনিয়নে মো. খালিদুল ইসলাম স্বপন, ডাকুয়া ইউনিয়নে বিশ্বজিৎ রায়, গলাচিপা সদর ইউনিয়নে মো. জাহাঙ্গীর হোসেন টিটু, চরকাজল ইউনিয়নে মো. সাইদুর রহমান রুবেল এবং চরবিশ্বাস ইউনিয়নে মো. তোফাজ্জেল হোসাইন বাবুল।
গলাচিপা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর ও বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোট গ্রহণ ১১ নভেম্বর। সারা দেশে এ দফায় ৮৪৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।