মোঃমাজহারুল ইসলাম মলি
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় আগুনে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার উলানিয়া বন্দরের বালুর মাঠে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে সায়েম ও জালালের দুটি মাছের গদি, আবুল হোসেনের মুদি ও চায়ের দোকান এবং স্বপন দেবনাথের স্যানিটারি ল্যাট্রিনের রিং স্লাবের দোকান পুড়ে যায়। এ ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। উলানিয়া বন্দরের সাবেক ইউপি সদস্য মো. জসিম মিয়া জানান, সোমবার দিবাগত রাত ৪টার দিকে রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরের বালুর মাঠে স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখে ডাক চিৎকার করে। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সায়েমের মাছের গদি, জালালের মাছের গদি, আবুল হোসেনের মুদি ও চায়ের দোকান এবং স্বপন দেবনাথের স্যানিটারি ল্যাট্রিনের রিং স্লাবের দোকান পুড়ে ছাই হয়ে যায়। আবুল হোসেনের মুদি ও চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের সরকারি টিন ও নগদ অর্থ প্রদান করা হবে।