গলাচিপা উপজেলা প্রতিনিধি
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের উত্তর চরখালী গ্রামের মোঃজয়নাল মৃধা ওরফে জালাল মৃধা, পিতাঃ মৃত্যু মনসুর মৃধা ২০০১ সালে বন্দোবস্ত কেসের মাধ্যমে সরকারের খাস খতিয়ানের অনুমোদিত ম্যাপের ৪০১ নং দাগের ভূমি থেকে বন্দোবস্ত প্রাপ্ত হন।তিনি বিগত আঠারো বছর যাবত সরকারকে খাজনা পরিশোধ করিয়া জমি ভোগদখল করিয়া আসিতেছেন।গত ১০ অক্টোবর কৃষক জালাল মৃধা তার জমিতে চাষ করে ধানের বীজ রোপন করেন এবং রাতের আধারে সুশান্ত বাড়ই এর ছেলে শুভ বাড়ইর নেতৃত্বে আনুমানিক ৩০ করা জমির ধানের বীজ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। নষ্ট কৃত ধানের বীজ এর আনুমানিক মূল্য ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা। ঘটনার বিষয় জানতে চাইলে মোঃজালাল মৃধার পুত্র মোঃ আবু তালেব গণমাধ্যম কে জানান,বিগত কয়েক বছর যাবত এ জমি নিয়ে সুশান্ত বাড়ইদের সাথে ঝামেলা চলে এবং আমাদের জমি দখল করার পায়তারা করছেন। জমি নিয়ে কয়েকবার সালিশ বইছে এবং মামলা চলমান আছে। সালিশির কোন রায় তারা মানেন না। গত আট অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার এর কাছে অভিযোগের ভিত্তিতে দুই পক্ষ যাই এবং ইউএনও মহোদয় বিষয়টি ভূমি অফিসের সার্ভেয়ার মোঃকামরুল ভাই কে দেখতে বলেন। সার্ভেয়ার এর রায় মেনে আমরা জমিতে ধানের বীজ রপন করি এবং রাতের আধারে শুভ বাড়ইর নেতৃত্বে লাঠিয়াল বাহিনী এসে আমাদের জমিতে রোপনকৃত ধানের বীজ নষ্ট করে।যার আনুমানিক মূল্য ৩০-৪০ হাজার টাকা। বিভিন্ন সময় তারা আমাদের মামলা ও হামলার ভয়ভীতি দেখিয়ে আসছেন। যথাযথ কতৃপক্ষের কাছে আমরা এর বিচারের জোর দাবী জানাই এবং সরকারের বন্দোবস্ত আমদের জমির ফয়সালা পেতে পারি।