মোঃমাজহারুল ইসলাম মলি
স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ০১ নং আমখলা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে ঘর তোলাকে কেন্দ্র করে এক নারী আহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আমখলা ইউনিয়নের ছৈলাবুনিয়া নামক গ্রামে। মাকসুদা বেগম (২৪)পিতাঃজেন্নাত খাঁ তাদের নিজ সম্পত্তিতে ঘর তুলতে গেলে প্রতিপক্ষ সেলিম মৃধা(৪২) পিতাঃজালাল মৃধার নির্দেশে ৫-৬ জন সন্ত্রাসী বাহিনী ঘর ভাংচুর ও মাকসুদা বেগম কে বেধড়ক মারধর করেন।মাকসুদা বেগম পিটিয়ে গুরুতর আহত করে ঘর ভাংচুর করে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়। স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় দেখে মাকসুদা বেগম কে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।বর্তমানে তিনি গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। আহত মাকসুদা বেগম গণমাধ্যম কে বলেন,বাড়িতে আমি একা ছিলাম,আমাকে একা পেয়ে আমার ঘর ভাংচুর করে ও আমাকে বেধড়ক মারধর করে আমার গলার চেইন,কানের ঝুমকা,বাড়িতে থাকা নগদ এক লক্ষ (১.০০.০০০)টাকা ও মোবাইল ফোন সহ আনুমানিক দুই লক্ষ টাকার মালামাল ছিনিয়ে নেয়।সেলিম,সাহানুর,এনায়েত মৃধা,জালাল মৃধা ও সোহেল মৃধা আমাকে মারধর করে জিনিসপত্র ছিনিয়ে নেন।আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে যথাযথ বিচারের জোর দাবী জানাই। এ বিষয় পটুয়াখালী জেলা দ্রুত বিচার ট্রাইবুনালে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।