মোঃমাজহারুল ইসলাম মলি
গলাচিপা উপজেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতারে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার। বুধবার সন্ধ্যায় প্রেস ব্রিফিং এ জানানো হয় হত্যা মামলার প্রধান আসামী মোঃমিরাজ মীরকে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা থেকে এবং দুই নম্বর আসামী মোঃজসিম মীরকে ফেনীর মহিপাল থেকে গ্রেফতার করা হয়। আসামীদের গ্রেফতার অভিযানে গলাচিপা থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃশাহেদ চৌধুরীর নেতৃত্বে ওসি(তদন্ত) মোঃআতিকুল ইসলাম, এস আই মোঃ তারেক মাহমুদ ও এ এস আই দিবাকর চন্দ্র দাস ছিলেন।
উল্লেখ্য গত ২৫ শে জুন ২০২১ইং তারিখ গলাচিপার ডাকুয়া ব্রীজ বাজারে রুহুল আমিন মীরকে তার চায়ের দোকানে ঢুকে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত হন। ঐ দিনই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম নেওয়ার পথে মারা জান।পরের দিন নিহতের স্ত্রী মোসাঃ নাজমুন নাহার বাদী হয়ে গলাচিপা থানায় এজাহার ভুক্ত ২৬ জন ও অজ্ঞাত ২৫ জন আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ২৬ জুন সিসি ক্যামেরার ফুটেজ দেখে গলাচিপার বিভিন্ন স্থান থেকে ০৬ জন আসামীকে গ্রেফতার করা হয়।