গলাচিপায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত।
মোঃমাজহারুল ইসলাম মলি
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলারয় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত গরম কাপড়ের দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়। পৌষ মাসের প্রথম থেকে ঠাণ্ডার প্রকোপ বেড়েই চলেছে।
প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে ভাসমান ও ছিন্নমূল মানুষরা শীতে কাতর হয়ে পড়েছেন এখনই। আর শীত নিবারণের জন্য কম দামে শীতবস্ত্র কিনতে তারা যাচ্ছেন ফুটপাতের দোকানগুলোতে। ফুটপাতের বিভিন্ন দোকানে ক্রেতাদের ছিল উপচেপড়া ভিড়।
এদিকে, প্রচণ্ড শীতের কারণে শিশু এবং বয়স্কদের বিভিন্ন প্রকার অসুখ দেখা দিয়েছে। গৃহপালিত পশুর দারুণ কষ্টের পাশাপাশি খামারিরাও পড়েছেন চরম বিপাকে। সেই সাথে দুস্থ শীতার্ত মানুষের দুর্ভোগ বাড়ছে চরমভাবে। সরকারিভাবে কিছু শীত বস্ত্র বিতরণ করা হলেও সেটা খুব সামান্য। ফলে বেসরকারি এবং বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন, এসব শীতার্ত মানুষ।
শীতের কারণে কর্মহীন হয়ে পড়েছে অনেক শ্রমজীবী। শীতবস্ত্র না থাকায় অনেকে রাত জেগে খড়-কুটো যোগাড় করে আগুন জ্বেলে রাত পার করার চেষ্টা করছে। এ অবস্থা উপজেলার অধিকংশ এলাকায়। প্রচণ্ড শীতে শিশু ও বৃদ্ধরা হাঁপানি, নিউমোনিয়া, সর্দি জ্বর, সাইনোসাইটিস, ডায়রিয়াসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে।
সিড়র-আইলা বিধ্বস্ত হাজার হাজার পরিবার প্রচণ্ড শীতে অবর্ণনীয় কষ্টে রয়েছে। এসব এলাকার মানুষের মাঝে গরম কাপড় পৌঁছায়নি বললেই চলে। উপকূলীয় অঞ্চলে যাতায়াত ব্যবস্থা দুর্বল বলে এসব অঞ্চলের খবর রাখে না অনেকেই। এবার শীতে অতীতের চেয়ে বেশি কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ।