মোঃমাজহারুল ইসলাম মলি
গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকার গোডাউন রোডে বিএনপির এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে মীম আক্তার নামের এক বাক ও শারীরিক প্রতিবন্ধীর জমি দখলের অর্ভিযোগ পাওয়া গেছে। জমি দখলের প্রতিবাদ করায় ওই প্রতিবন্ধীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছেও বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী মীমের বাবা আঃ লতিফ নয়ন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার।
প্রতিবন্ধী মীম আক্তারের বাবা লতিফ নয়ন জানান, পৌরসভার ২নম্বর ওয়ার্ডে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ফুটবল খেলার মাঠের পশ্চিম পাশে গোলচেহারা গংদের কাছ থেকে দীর্ঘ ১০ বছর আগে ৩ শতক জমি কিনেছেন। ওই জমির নিয়মিত ভাবে খাজনাও পরিশোধ করছেন। স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা বাহাউদ্দিন খলিফার বাসার সামনে জায়গা হওয়ায় তিনি বেশ কয়েক বছর ধরে ওই জমি জোরপূর্বক দখল করে আছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি স্থানীয় প্রশাসন, প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন। এবিষয়ে বাহাউদ্দিন খলিফার সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন জমি দখল করে রাখিনি। বিরোধীয় জমির বিষয় নিয়ে স্থানীয় থানায় বসার কথা আছে।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বলেন, বাক প্রতিবন্ধী মীমের জমি নিয়ে বিরোধের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।