মোঃমাজহারুল ইসলাম মলি
গলাচিপা, পটুয়াখালী
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ০২ নং গোলখালী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃশহিদুল ইসলাম প্যাদার বিরুদ্ধে জেলেদের চাল দেওয়া নিয়ে অনিয়মের কিছু পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে, যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। এ বিষয় জানতে চাইলে মোঃশহিদুল ইসলাম বলেন, আমার ০৯ নং ওয়ার্ডে তালিকাভুক্ত মোট জেলে ২৫৭ জন,চাল আসে ৮৮ জেলের নামে।গলাচিপা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে তার সমন্বয়ে মোট ১৬২ জেলের মাঝে ৮০ কেজি,৫০কেজি,৪০ কেজি,৩০ কেজি করে চাল সমন্বয় করে আলোচনা সাপেক্ষে বিতরন করা হয়।এখানে কোন অনিয়ম দূর্নীতি হয়নি। সমন্বয় করে বিতরন করতে গিয়ে আমাকে আরও ১১ বস্তা চাল বাজার থেকে ক্রয় করে বিতরন করতে হয়েছে।আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যা বানোয়াট সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছেন,যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট । আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।চাল বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন নলুয়াবাগী সাংগঠনিক ইউনিয়ন মৎস্য জীবি লীগের সভাপতি মোঃছালাম,সহ সভাপতি নয়ন,ওয়ার্ড মৎস্য লীগের সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক যুবলীগ এর সভাপতি মোঃআলমগীর ঘরামি সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ। এ বিষয় জানতে চাইলে সাংগঠনিক ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃআলমগীর ঘরামি জানান, আমরা এখানে থেকে জেলেদের চাল বিতরন করি, এখানে কোন অনিয়ম দূর্নীতি হয়নি। সমন্বয় করে চাল বিতরন করতে গিয়ে মেম্বারকে ১১ বস্তা চাল বাজার থেকে ক্রয় করতে হয়েছে।মিথ্যা তথ্য যারা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।এ বিষয়ে গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃজহিরুন্নবী জানান,আমার উপস্থিতিতে সমন্বয় করে জেলেদের চাল বিতরন করা হয়, এখানে কোন অনিয়ম দূর্নীতি হয়নি। যারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করেন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।