মোঃমাজহারুল ইসলাম মলি
গলাচিপা উপজেলা প্রতিনিধি
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন ডায়াগনস্টিক সেন্টারগুলোর দাললের সংখ্যা বেড়েই চলছে। আর রমরমা হয়ে উঠেছে ডায়াগনস্টিক ব্যবসা।তাই ব্যঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার। তাই প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রয়েছে দালাল।দালাল দের কারনে রোগীরা ঠিকমত হাসপাতালে ডাক্তার দেখাতেও পারেনা।আজ গলাচিপা উপজেলা ভূমি কর্মকর্তা মোঃনজরুল ইসলাম অভিযান চালিয়ে ০৫ ডায়াগনস্টিক সেন্টার এর ০৫ জন দালালকে হাতে নাতে ধরেন। তারা হলেন সিকদার ডায়াগনস্টিক সেন্টার এর মোঃআল আমিন,একতা ডায়াগনস্টিক মোসাঃ লিপি,গলাচিপা ডিজিটাল ডায়াগনস্টিক এর নূর ছাহেরা,মোহনা ডায়াগনস্টিক সেন্টার এর জোসনা এবং মা মনি ডায়াগনস্টিক সেন্টার এর মোসাঃমুক্তা।গলাচিপা উপজেলা কর্মকর্তা এদের প্রত্যেককে ৫০০০ টাকা করে মোট ২৫'০০০ টাকা জরিমানা করে এবং মুচলেকা রেখে ছেড়ে দেন।