গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনে সৃষ্ট গর্তে পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু!
সাকিব হাসান চৌধুরী সাম্য
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উওর ছয়ঘড়িয়া খেয়া ঘাটের পশ্চিম পার্শ্বে করতোয়া নদী থেকে “”স্যালো”” মেশিন দিয়ে বালু দস্যূরা অবৈধ বালু উত্তোলন করছে। দিনে -রাতে ভূগর্ভস্থ বালু উত্তোলনে নদীতে বড় বড় গর্ত ও চুরা বালির সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় মথুরাপুর হঠাৎ পাড়া গ্রামের গোলাম রসুলের মা ও মৃত নইবার রহমান নইরার স্ত্রী সোনাভান বেগম(৬০)নামের এক বৃদ্ধ নারী মেয়ের বাড়ী জামালপুর যাবার পথে নদীর পানি কমে যাওয়ায় খেয়া ঘাটে নৌকা না চলায় পায়ে হেটে নদী পার হবার সময় বালু তোলা গভীর গর্তে পড়ে ডুবে যান।এতে তার নাকে মুখে পানি ও বালি ঢুকে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধে বালু দস্যূদের বিচার দাবী করেছেন।
Leave a Reply