নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল সোমবার, আগষ্ট ১৬, ২০২১, বিএনপির চেয়ারপার্সন, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তাঁর আশু সুস্থতা,দীর্ঘায়ু ও মুক্তি কামনা এবং করোনা মহামারীতে মৃত্যুবরণকারীদের আত্নার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-গোবিন্দগঞ্জ পৌর,শাখা উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জননেতা জনাব ফারুক আহম্মেদ, সাধারন সস্পাদক আলতাব হোসেন পাতা,সহ সভাপতি রবিউল কবির মনু,যুগ্ম সম্পাদক আবু জাফর লেলিন,সাংগঠনিক সম্পাদক মনোযার হোসেন রাজু,পৌর যুবদলের আহবায়ক মঈন উদ্দিন লিপন,থানা যুবদলের সহ সভাপতি তৌহিদুল আলম জুয়েল যুগ্ম সম্পাদক হাবিব আকন্দ,পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুব মোশেঁদ সোহেল,সদস্য সচিব কাজল চাকী,থানা সদস্য সচিব রানু মন্ডল বাবু,যুগ্ম আহবাযক লিয়াকত আলী আলম,সোহেল রানা রতন,মুক্তার সরকার,থানা ছাএদলের আহবায়ক সৈয়দ আল আমিন রনি,সদস্য সচিব মনির হোসেন সরকার,পৌর আহবায়ক খাইরুল ইসলাম,সদস্য সচিব আরিফ মাহমুদ সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply