শাকির হায়দার
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে এই সাইকেল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার,১৬ সেপ্টেম্বর দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে বাইসাইকেল বিতরণ উদ্ভোধন করেন জেলা প্রশাসক মো: আবদুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মোছা: রোখসানা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুর রাফিউল আলম, এনডিসি এসএম ফয়েজ উদ্দিন সহ অন্যান্যরা।
জেলা প্রশাসক আবদুল মতিন জানান, প্রতিবছরের মত এবারও ২০২০-২০২১ অর্থ বছরে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে দরপত্র আহবান করা হয়। এতে মেসার্স নজরুল হক নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রাম পুলিশদের বাইসাইকেল, ইউনিফর্মসহ বিভিন্ন সরঞ্জামাদি সরবরাহ করেন। এতে ব্যায় ধরা হয়েছে এক কোটি পাঁচ লাখ টাকা।
তিনি আরও বলেন, জেলার সাতটি উপজেলায় মোট ৮শ দশটি বাইসাইকেল বিতরণ করা হবে। এই বাইসাইকেল গ্রাম পুলিশদের পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।