শাকির হায়দার
গাইবান্ধা রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করার জন-সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়।
অদ্য ১১-০৯-২১ইং সকাল ১১টায় এই প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর আরএনবি (বোনারপাড়া), হাবিলদার আরএনবি (গাইবান্ধা), স্টেশন মাষ্টার আবুল কাশেম, জিআরপি (গাইবান্ধা), সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণ।
রেলওয়ের নিরাপত্তা বাহিনী পক্ষ থেকে বলা হয়, রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) আইন-২০১৬ অনুযায়ী কোন ব্যক্তি রেলওয়ে সম্পত্তি চুরি, অবৈধভাবে অর্জন বা দখল করিলে উহা অপরাধ হইবে। তজ্জন্য তিনি অনধিক ০৭ বছর সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হইবেন এবং উক্ত অপরাধ সংঘটনে সহায়তাকারীর অনধিক ০৫বছর সশ্রম কারাদণ্ড অথবা অর্থ দন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন। চলন্ত ট্রেনে খেলার অজুহাতে পাথর নিক্ষেপ হতে বিরত থাকুন। নিক্ষিপ্ত পাথরে ট্রেন যাত্রীগণ আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করতে পারেন। ট্রেনে পাথর নিক্ষেপ একটি অপরাধমুলূক কাজ। এই অপরাধের জন্য ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে তারা জানান এবং সকলকে অনুরোধ করেন এসব অপরাধের সঙ্গে কেউ যেন না জড়িত হয়।