বগুড়া জেলা প্রতিনিধি:
গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় নির্বাচিত নতুন ২০ জন ওস্তাদদের অংশগ্রহণে “মাস্টার ক্রাফটসপার্সন ওরিয়েন্টেশন” অনুষ্ঠিত হয়েছে। ২৫ ও ২৬ জানুয়ারি ২ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা গাক কনফারেন্স রুম, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় অনুষ্ঠিত হয়। অদ্য ২৬ জানুয়ারি’২০২৫ (রবিবার) ওরিয়েন্টেশনের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মাহবুব আলম, সিনিয়র পরিচালক, গাক। প্রধান অতিথি তার বক্তব্যে সকল মাস্টার ক্রাফটসপার্সনদের তরুণ ও বেকারদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার আহবান জানান।
রেইজ প্রকল্পের সমন্বয়কারী হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিয়া উদ্দিন সরদার, সমন্বয়কারী (ডকুমেন্টেশন এন্ড কমিউনিকেশন) গাক।
ওরিয়েন্টেশনে শিক্ষানবিশি কার্যক্রম সঠিক ও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, মাস্টার ক্রাফটপার্সনের দ্বায়িত্ব ও কর্তব্য, কর্মী ব্যবস্থাপনা, সামাজিক ও পরিবেশ সুরক্ষা, সেফটি, শোভন কর্ম পরিবেশ, 5S, কাউন্সেলিং, লগবই পূরণ ও ফরম ফরম্যাটের ব্যবহার এবং সংরক্ষণ বিষয়ে সেশন পরিচালনা করেন করেন মোঃ কবির উদ্দিন, সমন্বয়কারী, ট্রেনিং বিভাগ, গাক। মোঃ সম্রাট আলী, লাইফ স্কিলস্ এন্ড এন্টারপ্রিয়নারশিপ অফিসার, রেইজ প্রজেক্ট, গাক। এস.এম মামুনুর রশিদ, কেস ম্যানেজমেন্ট অফিসার, রেইজ প্রজেক্ট, গাক।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী মাস্টার ক্রাফটসপার্সনদের মাঝে তাদের উদ্যোগের জন্য ফাস্ট এইড বক্স, মেডিসিন, ব্যাগ সহ সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
Leave a Reply