গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের বেগমপুর এলাকায় হাবেজ উদ্দিন নামের এক ব্যক্তির গৃহ নির্মানে বাঁধা সৃষ্টি এবং চাঁদা দাবি করেন নাসির উদ্দিন নাসু নামের এক ব্যক্তি।জানাযায় প্রথমে জমির সীমানা নিয়ে বাঁধা দেন পরবর্তীতে কালিয়াকৈর থানায় নাসির উদ্দিন নামের ব্যক্তি সহ কতিপয় বাঁধা প্রদানকারী ব্যক্তির নামে অভিযোগ করলে মৌচাক ফাঁড়ীর ইনচার্জ শহিদুল ইসলাম দুই পক্ষকে ডেকে জমি পরিমাপ করার নির্দেশ দেন।কিন্তু নাসির উদ্দিন জমি পরিমাপ না করে স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিদের নিয়ে হাবেজ উদ্দিনের পরিমাপ করা সীমানা মেনে নিয়ে আপোষ হন।কিন্তু মাস না পেরোতেই হাবেজ উদ্দিন অসমাপ্ত নির্মাণ কাজ শুরু করলে পুনরায় বাঁধা প্রদান করেন এবং চাঁদা দাবি করেন।
হাবেজ উদ্দিন চাঁদা দিতে অস্বীকার করলে কথা কাটা কাটির একপর্যায়ে নাসিরউদ্দিনের সহ তার বাহীনি হাবেজ উদ্দিনের পরিবারের সদস্যদের উপর আক্রমণ করেন।আহত অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন।নাসিরুদ্দিনের পূর্ব ইতিহাস সম্পর্কে এলাকার স্থানীয়রা জানান চুরি,পরোকিয়া সহ বেশ কিছু অভিযোগ আছে তার নামে।নাম প্রকাশে অনিচ্ছুক এক লোক বলেন কিছু দিন পূর্বে নাসিরুদ্দিন তার মেয়েকে দিয়ে ফাঁসান এক প্রবাসীর স্বামীকে।প্রবাসী স্বামীর কাছ থেকে হাতিয়ে নেন স্বর্ন অংলকার সহ টাকা।
স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মীদের উসকানিতে চাঁদাবাজি, চুরি সহ নানা ধরনের অপকার্যকলাপে সম্পৃক্ত হন নাসির উদ্দিন।ভোক্ত ভোগী হাবেজ উদ্দিনের পরিবার প্রসাশনের প্রতি আহ্বান জানান দ্রুত এই চাঁদাবাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করুক।