গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুরে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ অক্টোবর) ভোর রাতে তাদের দু’জনকে প্রতিবেশীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃতরা হলো- ফিরোজ মিয়া (২৬) ও তার স্ত্রী লিজা আক্তার (২১)। এ ঘটনায় প্রতিবেশী রান্টু ও মুরাদ হোসেন কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।
মুরাদ হোসেন জানান, গত রোববার রাতে (১৭ অক্টোবর) তারা দুজনে বিষপান করেন। খবর পেয়ে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে শ্রীপুর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নবীন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। তবে ঢামেকে আনার আগেই তারা মারা যান।
তিনি আরও জানান, কামিশপুর থানার শ্রীপুর হাজী মার্কেটের জাহিদ মিয়ার বাসায় ভাড়া থাকতেন ওই দম্পতি। এক বছর আগে তাদের বিয়ে হয়। এ দম্পতির কোনো সন্তান নেই। দু’জনে গার্মেন্টসে চাকরি করতেন। এর মধ্যে তিন মাস আগে স্ত্রী লিজা আক্তারের চাকরি চলে যায়। এরপর এক সপ্তাহ হলো ফিরোজ মিয়ারও চাকরি চলে গেছে। এসব বিষয়ে নিয়ে ঝামেলার জেরে তারা বিষপান করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, বিষপানে গুরুতর অসুস্থ অবস্থায় স্বামী-স্ত্রীকে ঢামেকে নিয়ে আসেন তাদের এক প্রতিবেশী। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ দু’টি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।