আতিকুর রহমান গাজীপুর জেলা প্রতিনিধি :
০৫ এ ডিসেম্বর ৩:০৫ মিনিট সময় গোপন সংবাদের উপর ভিত্তিকরে র্যাব-১ স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প,গাজীপুরের একটি আভিযানিক দল জানতে পারে যে গাজীপুর সদর থানাধীন লক্ষীপুরা তিন সড়ক মাথা এলাকায় কতিপয় লোক অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় বিক্রয় করছে
উক্ত সংবাদটি পাওয়ার পরপরই পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডর মেজর এ এস এম মাঈনুল ইসলাম এর নেতৃত্বে গাজীপুর সদর থানাধীন লক্ষীপুরা তিনসড়ক এলাকার সোলাইমান এর চায়ের দোকানের সামনে গাজীপুর চৌরাস্তা টু জয়দেবপুর পাকা সড়কের উপর অভিযান পরিচালনা করেন।
এসময় আভিযানিক দলটির সাংগীয় ফোর্সের সহায়তায় আসামী মোঃ ইউসুফ আলী(৪৮),পিতা-মৃত কলিম উদ্দিন,মাতা-মৃত সাফিয়া বেগম, সাং-উত্তর উজিরপুর, থানা-শিবগঞ্জ কে হাতেনাতে ১৩৩ (একশত তেত্রিশ)বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন।
একই সময় আসামীর কাছ থেকে ০২(দুই) টি মোবাইল ফোন ও নগদ ৪৪০/- (চারশত চল্লিশ) টাকা উদ্ধার করেন র্যাব-১ স্পেশালাইড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্পএর সদস্যবৃন্দ।
পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ মাদক ফেনসিডিল সম্পর্কে দ্রুত জজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করেন যে আসামী দীর্ঘদিন ধরে ভারতের সীমান্তবর্তী এলাকা হতে চোরাই পথে ফেনসিডিল বাংলাদেশে আনিয়া ঢাকা ও গাজীপুর এলাকাতে পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রয় করে আসছে।
এ ব্যাপারে কোম্পানী কমান্ডার র্যাব-১ স্পেশালাইজড কোম্পানীর মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।