গুরুদাসপুরে ৪ জন কে কুপিয়ে জখম
সাজিদুল করিম, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে জমি-জমা সংক্রানস্ত জেরে ৪ জন শ্রমিককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী এলাকায় ওই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ওই এলাকার মোঃ ইউনুস আলীর তিন ছেলে রাকিব(২০), রাজিব(২৫), রফিক(৩০) ও তাদের বাবা ইউনুস আলী(৬০)।
গুরুত্বর আহত হওয়ায় ইউনুস আলী ও তার ছোট ছেলে রাজিব কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত ইউনুস আলী জানান, চলনালী গ্রামে তাদের নিজের জমিতে অবস্থিত আম বাগানে গিয়ে আম পারার সময় ওই এলাকার ইয়াছিনের ছেলে সাবান আলী, মজিদ আলীসহ প্রায় ১০-১৫ জন পূর্ব পরিকল্পনা মোতাবেক হাতে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপরে অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে রক্তাক্ত জখমপ্রাপ্ত করে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের তৎপরতা চলছে
Leave a Reply