গুরুদাসপুর পৌর ছাত্রলীগের ওপর হামলা ও লাঞ্চিত’র ঘটনায় ৩জন কে গ্রেপ্তার
সাজিদুল(করিম),নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন ও তার পিতা মো. মোজদার হোসেন প্রাং এর ওপর হামলা ও লাঞ্চিত’র ঘটনায় ৩জন কে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
গত ২৮ এপ্রিল বুধবার গুরুদাসপুরের পাচশিশা ব্রীজের উপর অতর্কিত হামলার স্বীকার হন পৌর ছাত্রলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন ও তার পিতা মো. মোজদার হোসেন প্রাং। এ ঘটনায় মোজদার হোসেন বাদী হয়ে ঘটনার দিন বুধবার গুরুদাসপুর থানায় ৬জন সহ আরো ২/৩ জনকে অজ্ঞাত করে মামলা করেন।
মামলার পরিপ্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত পাচঁশিশা এলাকার জাকির হোসেন (৩৭), চাচঁকৈড় খলিফাপাড়া এলাকার মো. সোহেল রানা (৩২) এবং উত্তর নারিবাড়ি এলাকার মো. আরিফ হোসেন (৩৩) কে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।গ্রেপ্তারকৃতদের আজ রোববার সকালে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, গুরুদাসপুর পৌর ছাত্রলীগের সভাপতি ও তার পিতা মোজদার হোসেনকে শারীরিকভাবে লাঞ্চিত’র অভিযোগে থানায় মামলা দায়ের করেন মোজদার হোসেন। ওই মামলার প্রেক্ষিতেই অভিযুক্ত ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ৩আসামী পলাতক রয়েছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।