সাজাদুর রহমান সাজু গোবিন্দগন্জ(গাইবান্ধা)থেকেঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের ঘিডিঙ্গা হাটের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন হাটের ইজারাদার সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আকন্দ। এক সময়ের ঐতিয্যবাহী এই হাট টি উন্নয়ন বঞ্চিত হওয়ায় তার মেরুদন্ড ভেঙ্গে যেতে বসেছে । মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা মোঃ আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের সু-দৃষ্টি ও সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করেছেন তিনি। সেই সঙ্গে ঘিডিঙ্গা হাটের উন্নয়নে দ্রুত হাটের গর্তে মাটি ভরাট করন, হাটের সিমানা নর্ধারন করন, অবৈধ স্থাপনা অপসারন করে জনস্বার্থে সকল কার্যক্রম গ্রহনে দ্রুত ব্যবস্থা নিলে এ অঞ্চলের ব্যবসা-বানিজ্যের প্রসার সহ কয়েক শত বেকার পরিবারের জীবন জীবিকার নিশ্চয়তা সহ অত্র অঞ্চলের মানুষ সহজেই সরকারের উন্নয়নের অংশিদ্বারিত্বে ছোয়া লাগবে। তাই ঘিডিঙ্গা হাটের উন্নয়নে সংস্কার জরুরী প্রয়োজন বলে সর্বস্তরের জনগণের প্রত্যাশা।