গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবের উদ্যোগে মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত
সাজাদুর রহমান সাজু গোবিন্দগন্জ,
গাইবান্ধা প্রতিনিধি
এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর উদ্যোগে 08/05/2021 রোজ শনিবার বিকেলে সার্ভিস প্রোগ্রামের আওতায় উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোট সোহাগী গ্রামের মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমের বৃদ্ধ – বৃদ্ধাদের মাঝে ইফতার সামগ্রী বিতরন ও ফ্লোর মেম্বার ,এপেক্সিয়ান তাহেদুল ইসলামের পক্ষ থেকে নগদ ৫০০০ টাকা প্রদান করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন জেলা ৭ এর অতীত গভর্নর,গাইবান্ধা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এপেক্সিয়ান খন্দকার জাহাঙ্গীর আলম,অত্র ক্লাবের প্রেসিডেন্ট এপে.মনোয়ার হোসেন রাজু, আইপিপি এপেক্সিয়ান শাহারুল ইসলাম টিটু,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান কাজী আসাদুজ্জামান উল্লাস, সেক্রেটারি এন্ড ডি এন ই এপে: জিল্লুর রহমান সরকার , ফ্লোর মেম্বার , এপেক্সিয়ান আব্দুল মান্নান মোল্লা, ফ্লোর মেম্বার ,এপেক্সিয়ান তাহেদুল ইসলাম এপে: তুহিন,মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমের সভাপতি আপেল মাহমুদ, সহ প্রমুখ।
Leave a Reply