গোবিন্দগঞ্জে দুটি স্থান থেকে ১শ ৫৪বোতল ফেন্সিডিল উদ্ধার আটক ১
. মোঃ এনামুল হক
রংপুর ব্যুরো প্রধান
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খলসি গ্রামের একটি বাড়ি ও মায়ামনি হোটেলের সামনে থেকে বগুড়াগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে থানা চারমাথা মোড় থেকে ঢাকাগামী পলাশবাড়ী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক এবং এর আগে রাত ৯টা ৪০ মিনিটে খলসী গ্রামের একটি বাড়ি থেকে ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
থানা ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঢাকাগামী পলাশবাড়ী এক্সপ্রেসে তল্লাশি চালায়। এসময় ১০০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সে ময়মনিসংহ জেলার ত্রিশাল উপজেলা বৈল হিন্দুপাড়া গ্রামের ইসাহাক মিয়ার ছেলে সাজু (২৫)।
অপরদিকে এসআই আকতার, আমিনুল, এএসআই মুশফিকুর, মাসুদ, জাহেরুল ও মুমিনদের সমন্বয়ে একটি টিম থানা খলশি গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে রাসেল (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীর বসতবাড়ির পেছনে মাটিতে পুতে রাখা ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তবে মাদক ব্যবসায়ী রাসেল পলাতক রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ১৫৪ বোতল ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা। উভয় ঘটনায় আসামীদের বিরুদ্ধে আলাদা দুটি মাদক মামলা রুজু প্রক্রিয়া চলছে।
Leave a Reply