গোবিন্দগন্জ(গাইবান্ধা) প্রতিনিধি
স্বল্প আয়ের মানুষদের খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে লকডাউনের মধ্যেও জেলা ও উপজেলা শহরগুলোতে ন্যায্য মূল্যে খোলা বাজারে চাল ও আটা বিক্রি (ওএমএস) কার্যক্রম অব্যাহত থাকবে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের জনগনের জন্য আগামীকাল রবিবার(২৫ জুলাই) থেকে ৭ আগষ্ট’ ২১ পর্যন্ত মোট ১২ দিন ও এমএস এর বিশেষ কার্যক্রমের আওতায় গোবিন্দগঞ্জ পৌরসভায় ৪টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল এবং ১৮.০০ টাকা কেজি দরে আটা খোলাবাজারে বিক্রয় করা হবে। আগে আসলে আগে ক্রয় করতে পারবেন ভিত্তিতে একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন।
উপজেলা খাদ্য কর্মকতা স্বপন কুমার দে জানান,শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে অন্যান্য দিন ওএমএস কার্যক্রম চলবে।
Leave a Reply