গোবিন্দগন্জ(গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোভিড-১৯-এ চলমান লক ডাউন বাস্তবায়নে সেনাবাহিনী তত্বাবধানে মোবাইল কোট মাঠে কাজ করছে।
আজ ১১ জুলাই (রবিবার) সকাল থেকে এই টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৪ টি মামলায় ১৭ শ’ টাকা জরিমানা করেছেন গাইবান্ধা জেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট লোকমান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী ৬৬ পদাতিক ডিভিশনের ক্যাপটেন্ট মাহীর মাহবুব। এর পাশাপাশি জনসচেতনতামুলক বিনামূল্যে মাক্স বিতরণ করা হয়েছে।
গাইবান্ধা জেলার সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন জানান, সরকারের নির্দেশনায় করোনা কালে জনসচেতনতায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে এ অভিযান অব্যাহত থাকবে।