গোবিন্দগন্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
সারা দেশে করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন সফল করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিজন সম্প্রদায়ের ১শ'টি পরিবার ও কর্মহীন হয়ে পড়া ৬০জন সিএনজি চালকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক ত্রাণ সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ও রাখালবুরুজ ইউনিয়নের ধর্মপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৃথকভাবে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।গোবিন্দগঞ্জ উপজেলা বেবি ট্যাক্সি ও ট্যাম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মুকুল, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, রাখালবুরুজ ইউপি মেম্বার রুহুল আমিন প্রধান নুনু,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাজু সরকার ও শফিউল আলম হিরু,স্বেচ্ছাসেবক লীগ নেতা কাইদ হাসান চৌধুরী নিলয়, জেলা সিএনজি-অটো ট্যাম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম চৌধুরী, তালুককানুপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন সরকার লিংকন, পৌর ছাত্রলীগ নেতা অয়ন সুলতান ও উৎস সাহাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জহিরুল ইসলাম জানান, করোনায় কর্মহীন হয়ে পড়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ৩ হাজার ৩শ' পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে এবং প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল,২ কেজি আলু,আধা কেজি ডাল, আধা কেজি চিনি, আধা কেজি লবণ,আধা কেজি পিঁয়াজ, আধা কেজি সোয়াবিন তেল ও ১টি সাবান দেয়া হবে।