সিলেট থেকে (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকায় অবৈধভাবে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে এলাকার স্থানীয় প্রভাবশালী দের নেতৃত্বে বিছানাকান্দি ও বগাইয়া গ্রামে পাথর কোয়ারিতে চলতেছে মহাউৎসব !
সিলেটের সকল পাথরকুয়ারী বন্ধ থাকলেও গোয়ানঘাট উপজেলার ১ নং রুস্তমপুর ইউনিয়নের বিছনাকান্দিতে থেমে নেই পাথর উত্তোলন স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের লোকেরা প্রশাসনের নাকের ডগায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে পাথর উত্তোলনে মরিয়া হয়ে উঠেছে , পাথর খেকু চক্রটি পাথর উত্তোলনে লাভবান এরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছেন।
এই কুচক্রী মহল টি, স্থানীয় প্রভাবশালী হওয়ায় তাদের দাপটে ভয়ে কেউ মুখ খুলতে নারাজ পাথর খেকু চক্রটি শক্তিশালী গরিব অসহায় শ্রমিকরা হারাচ্ছে তাদের কর্মসংস্থান। অপরদিকে সরকার হারাচ্ছে রাজস্ব খাতে বিপুল অর্থ।
বাংলাদেশ সরকার হারাচ্ছে রাজস্ব। আর পাথর কুয়ারি থেকে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। পরিবেশ বিনষ্ট কারীদের আইনগত ব্যবস্থা নেওয়ার দ্রুত প্রয়োজন মনে করেন সচেতন মহল।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এর মুঠোফোনে ফোন দিলে এবিষয়টি তিনি অবগত আছেন তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
Leave a Reply