সিলেট ব্যুরোঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আব্দুল মহল গ্রামের অত্যন্ত হতদরিদ্র পাঁচ ওয়াক্ত নামাজি ব্যাক্তি ফলের পরিচিত মোঃ সোহেল আহমদ পিতাঃমৃত মুহিবুর রহমান।
২ সন্তানের জনক। বড় সন্তানের বয়স ৬ বছর আব্দুল মহল মাদ্রাসায় পড়ে।ছোট সন্তানের বয়স ২ বছর।আজ থেকে কয়েক বছর পূর্বে গলার ডান সাইটে ১টি টিউমার দেখা দেয়। ঐ রুগটা কি?বুঝতে বুঝতে কিছু দিন কেটে যায়।
অতঃপর চিকিৎসার জন্য অনেক দৌড়াদৌড়ি করেন, জমিজমাও বলতে তেমন কিছু নেই, এমতাবস্থায় যা কিছু সহায় সম্বল ছিল তাও ইতিমধ্যে খরচ করে ফেলেছেন।সিলেট উসমানী মেডিক্যালে কয়েকবার চিকিৎসার জন্য যান। তাতেও কোন একটা ভালো ফল পাওয়া যায়নি।
শেষ পর্যন্ত ২০২০ইং সনে আবার সিলেট উসমানী মেডিক্যালে যান, ডাক্তার অপারেশন করতে পারবে বলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করান এবং রিপোর্ট দেখেন।এতেও অনেক সময় চলে যায়।অবশেষে,সিলেটের ডাক্তার জানিয়ে দেন ঐ টিউমারের অপারেশন সিলেটে হবেনা।বঙ্গবন্ধু মেডিক্যাল ঢাকায় গিয়ে অপারেশন করতে হবে।ঐ ব্যক্তির জমিজমাও নেই আবার হাতে কোন টাকা পয়সাও নেই।
বর্তমানে স্ত্রী - সন্তানকে দুমুঠো ডাল-ভাত খাওয়ানো যেখানে মুশকিল,সেখানে এতো ব্যয়বহুল চিকিৎসা চালানো উনার একার পক্ষে অসম্ভব। সামর্থ্য না থাকায় ডাক্তার থেকে অনেক দূরে রয়েছেন। ডাক্তারের পরামর্শ ঐ চিকিৎসার ব্যয় ১ লক্ষ ৭৫ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আর ও দিকে বাড়িতে স্ত্রী -সন্তানরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন।
আসুন আমরা ঐ নামাজী হতদরিদ্র ব্যক্তির পাশে দাড়াই। নাবালক সন্তানদের দিকে চেয়ে সামর্থানুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিন সকলো।
অসহায় সোহেলকে সুস্থ করে তুলতে চিকিৎসার খরচ সামান্য হলেও দিয়ে সোহেলের পক্ষে চিকিৎসার ব্যয়ভর বহন করতে পারছে না অসুস্থ সোহেল।দেশ-বিদেশের সকলের সহযোগিতা করার জন্য গোয়াইনঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন ভাইয়ের পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়া হয়েছে 01679700665।
আল্লাহ তায়ালা আপনাদেরকে উত্তম বিনিময় দান করবেন ইনশাআল্লাহ।
দেশ-বিদেশের প্রবাসী ভাইয়েরা ও সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের সু দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করছি অসহায় সোহেলের পাশে এসে দাঁড়ানোর জন্য।