এম এ রহিম স্টাফ রিপোর্টার সিলেট।
জীবনযাত্রার মান উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ‘উন্নয়নের গণতন্ত্র : শেখ হাসিনার মূলমন্ত্র’এই স্লোগানের আলোকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে সরকারের দৃষ্টিনন্দন উন্নয়ন দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ চলছে।
বন্যাপ্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর তিন কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজে বন্যা আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে।
সোমবার (৬ সেপ্টেম্বর ২০২১) দুপুরে বন্যা আশ্রয় কেন্দ্রের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন,বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ শফিউল আলম সাকিব। আশ্রয় কেন্দ্র পরিদর্শন সাথে ছিলেন।
সিলেট দক্ষিণ সুরমা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,বাঁধন কান্তি সরকার,গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ,বন্যা আশ্রয় কেন্দ্রে নির্মাণ প্রকল্পের উপ সহকারী প্রকৌশলী মহির উদ্দিন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সদস্য নাসির উদ্দিন,সাংবাদিক হায়দার চৌধুরী হাফিজ গুলজার আহমদ প্রমুখ।
জানা গেছে, বন্যাকবলিত মানুষের জীবনযাত্রার মান আলোকিত করতে ও দুর্যোগ মোকাবেলায় নির্মিত হচ্ছে তিনতলা বিশিষ্ট দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজে বন্যা আশ্রয় কেন্দ্র। গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসের সুষ্ঠু তদারকিতে ঠিকাদারী প্রতিষ্ঠান ডিভাইন এন্টারপ্রাইজ প্রকল্পের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
পরিদর্শনকালে চলমান নির্মাণ কাজ দেখে সন্তোষ প্রকাশ করে সিলিংয়ে পর্যাপ্ত পরিমাণ চিপিং করা ইটের গাঁথুনি ও প্লাস্টারে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফিউরিং করার পরামর্শ দেন।
আগামী বুধবার ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে আগত উর্দ্ধতন কর্তৃপক্ষ বন্যা আশ্রয় কেন্দ্রের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করবেন বলে জানান তিনি। এই দিন উপস্থিত থাকবেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঠিকাদারী প্রতিষ্ঠান ডিভাইন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে পূর্ব প্রস্তুতিমূলক পরিষ্কার পরিছন্নতার পরিবেশ বজায় রাখার পরামর্শ দেন।
Leave a Reply