এমএ রহিম স্টাফ রিপোর্টার সিলেটঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের মৃতঃ আব্দুল আজিজের পুত্র, জাফলং মামার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মাওলানা মুহাম্মদ আল আমিন নামক এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর অবস্হায় ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্হানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্হায় আল আমিন কে গোয়াইনঘাট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যান, অবস্হার ভয়াবহ অবনতি দেখা, গোয়াইনঘাট স্বাস্হ্য কমপ্লেক্সের চিকিৎসক আহত আল আমিন কে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এলাকাবাসী সুত্রে জানা যায়, আল আমিন ও তার পরিবার সহ এলাকাবাসীর চলাচলের রাস্তা নিয়ে বিগত দিন থেকেই পাশের বাড়ির মৃতঃ মিনা মহাদেব এর পুত্র রুহুল আমিন, হেলাল উদ্দিন ও বিল্লাল সহ মৃত মিনা মহাদেব এর পরিবারের অনন্য সদস্যদের সাথে বিরোধ চলছিলো দীর্ঘদিন ধরে।
যাহার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসী হামলায় আহত মাওলানা মুহাম্মদ আল আমিন দীর্ঘ ৮মাস আগে রাস্তার বিরোধ সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষে স্হানীয় উপজেলা নির্বাহী অফিসার বারবার একটি লিখিত অবহিতপত্র দায়ের করুন। এরই ধারাবাহিকতায় চিহ্নিত সন্ত্রাসীরা আরো বেশী বেপোরোয়া হয়ে দীর্ঘ কয়েকদিন যাবত, মাওলানা আল আমিন ও তার পরিবারের লোকজনের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভয়ভীতিমূলক আচরন ও প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে আসছিলো।
এরই ধারাবাহিকতায় গত ০৬ই আগষ্ট রোজ শুক্রবার বেলা আনুমানিক ২ঘটিকার সময় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মাওলানা মুহাম্মদ আল আমিন ও তার পরিবারের উপরে এবং মাওলানা আল আমিন কে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আচমকা হামলা চালা, গুরুতর আহত আল আমিন কে দেশীয় অস্ত্র ধারা শরীর ও মাথায় আঘাত করে, এক পর্যায় আহত আল আমিনের শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হয়ে সারা শরীর ভিঁজে যায় ও অজ্ঞান অবস্হায় মাটিতে পরে থাকে। চিহ্নিত সন্ত্রাসীরা যখন আল আমিনের গুরুতর অবস্হা নিশ্চিত করে, তখন মরে গেছে ভেবে আহত আলামিনের পরিবারের অনন্য সদস্যদের আইনের আশ্রয় নিলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে অন্যত্র ত্যাগ করেন।
এবিষয়ে এলাকায় কৌতুহল সৃষ্টি হয়েছে, এলাকাবাসী সহ সকল সাধারন জনতা, আহত ও অসহায় মাওলানা আল আমিন ও তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং জনমনে সকলেই এই চিহিৃত সন্ত্রাসীদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন।
Leave a Reply