জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
সিলেটে পারিবারিক বিরোধের জেরে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী দেলওয়ার হোসেনের (১৮) হাত বিচ্ছিন্ন করে দেওয়া যুবক হুমায়ুন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে তাকে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানার পুলিশ।
দোয়ারাবাজার থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান।
গ্রেপ্তার হুমায়ুন মিয়া সিলেটের গোয়ানঘাট থানার টেকনাগুল এলাকার শাহ আসলের পুত্র। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
জানা গেছে, গত ৯ জুলাই সকালে বড় ভাইয়ের স্ত্রী মোছা. বেগমকে বাবার বাড়ি থেকে আনতে যান দেলওয়ার হোসেন।
এ ঘটনাকে কেন্দ্র করে মারামারি শুরু হলে দেলওয়ার তার ভাইকে বাঁচাতে গেলে দা দিয়ে ডান হতে কোপ দিয়ে শরীর থেকে দেলওয়ারের হাত বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার বিচ্ছিন্ন হাত জোড়া লাগানো হয়।
এ ঘটনা নিয়ে প্রথমে গত মঙ্গলবার (১৩ জুলাই) রাতে সিলেট ভয়েসে এবং জাতীয় একটি গণমাধ্যমে ‘সিলেটে অস্ত্রোপচারে জোড়া লাগল তরুণের হাত’ বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এসব সংবাদ নজরে এলে অভিযানে নামে পুলিশ গোয়াইনঘাট থানা পুলিশ।