গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট থানার মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও দাপ্তরিক কাজ পালনে অসামান্য অবদান রাখায় সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হয়।
পুরুস্কৃতরা হলেন, গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ, থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) দিবাস দাস। রোববার (২১ মার্চ) সকালে জেলা পুলিশ লাইনে বীর মুক্তিযোদ্ধা শহীদ এম শামসুল হক মিলনায়তনে পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ওই সকল পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র নিকট থেকে থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথের পক্ষে পুরস্কার গ্রহণ করেন থানার ওসি মো. আব্দুল আহাদ এবং পুরস্কার গ্রহণ করেন থানার এএসআই দিবাস দাস।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ বলেন, সিলেট জেলা এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিক নির্দেশনা মোতাবেক জনগণের সেবা সহযোগিতায় গোয়াইনঘাটের থানা পুলিশের টিম কাজ করে যাচ্ছে। ভালো কাজের মূল্যায়ণ হিসেবে আজকের এই পুরস্কারে ভূষিত হয়েছি।
গোয়াইনঘাট থানা পুলিশ টিমের প্রত্যেক সদস্যেদের দায়িত্ব পালনে আন্তরিকতা ও সহযোগিতায় আমার এ অর্জন।তিনি পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।