গোয়াইনঘাট প্রতিনিধি-
মানবিকতা’কে প্রধান্য দিয়ে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করাল লক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাকুবাজার এলাকার কয়েকটি গ্রামের
যুবকদের নিয়ে যাত্রা শুরু “হাকুবাজার যুব সংঘ”র।
যাদের স্বপ্নই হচ্ছে সামাজিক, সাংস্কৃতিক, মানবিক কাজ করে এলাকায় আলো ছড়াবে,মানবিকতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অত্র এলাকার পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করার।
সেই স্বপ্নবাজ যুবক-তরুণ’রা শুরু করেছে কার্যক্রম।আজ ৬জুলাই সন্ধায় সংগঠনের অস্হায়ী কার্যালয়ে ছাত্রনেতা উমর আলীকে সভাপতি ও সাংবাদিক রাহাত কে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছে ১১সদস্যের ১বছর মেয়াদি আংশিক কমিটি। যারা আগামী কিছু দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করবে।
সংগঠনের আংশিক কমিটিতে দায়িত্ব পেয়েছেন, সহ-সভাপতি-সাইম আহমদ, গিয়াছ উদ্দিন,ফয়সল আহমদ,জাকারিয়া আহমদ,সাংগঠনিক সম্পাদক-গিয়াছ উদ্দিন, কোষাধ্যক্ষ-আলামিন,যুব বিষয়ক সম্পাদক-সাইফুল ইসলাম,ক্রীড়া সম্পাদক-কুদ্দুস আহমদ,প্রচার সম্পাদক- জসিম উদ্দিন।
Leave a Reply