জিহাদ হোসেন রাহাত
লক্ষ্মীপুর প্রতিনিধি :
বইছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া। ঘনিয়ে আসছে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন-ক্ষণ । আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলার সবকটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে জমজমাট হয়ে উঠেছে ৬নং কেরোয়া ইউনিয়নের ভোটের মাঠ। প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ ও সংরক্ষিত সদস্য এবং চেয়ারম্যান প্রার্থীরা। এই নির্বাচনে নৌকা প্রতীকের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছেন ঘোড়া প্রতীকের নাগরিক ঐক্য পরিষদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী কেরোয়া যুব কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ইউনুস।
বেঁধে দেওয়া সময়ে মনোনয়ন উত্তোলন ও জমাদানের পর পূর্ব নির্ধারিত ৪ নভেম্বর বৃহস্পতিবার মুহাম্মদ ইউনুসের মনোনয়ন যাচাই-বাছাই পূর্বক বৈধ ঘোষণা করে উপজেলা রিটার্নিং কর্মকর্তা। তার প্রায় আট দিন পর অর্থাৎ ১২ই নভেম্বর রোজ শুক্রবার হয় প্রতীক বরাদ্দ । ইউনুস প্রতীক হিসেবে ঘোড়া পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছে ৬ নং কেরোয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের জনসাধারন।
জনপ্রিয়তায় শীর্ষে থাকা ঘোড়া প্রতীকের এই চেয়ারম্যান প্রার্থী শিক্ষা জীবনে ১৯৯৭ সালে নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি শেষ করে লুধুয়া এম এম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন।২০০২ সালে লুধুয়া এম এম উচ্চ বিদ্যালয় হতে এসএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ২০০৪ সালে রায়পুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৪-০৫ শিক্ষা বর্ষে লক্ষ্মীপুর সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিষয়ে অনার্সে ভর্তি হন এবং ২০১১ সালে অনার্স শেষ করেন।তারপরের বছর অর্থাৎ ২০১২ সালে সরকারি তিতুমীর কলেজ থেকে একই বিষয়ে মাস্টার্স শেষ করেন। এছাড়াও ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে এল এল বি প্রিলিমিনারি সম্পন্ন করে ফাইনাল ইয়ার পরিক্ষার্থী তিনি।
জনসাধারণ বলছে, সৎ যোগ্য প্রার্থী বিবেচনায় ইউনুসের পাশে থাকবেন তারা। চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে মুহাম্মদ ইউনুসকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলেও জানান অনেকে।
৬ নং কেরোয়া ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তর এবং ভিক্ষাবৃত্তি মুক্ত সহ জনবান্ধন ইশতেহার নিয়ে আলোচনায় শীর্ষে আছেন ঘোড়া প্রতীকের এই চেয়ারম্যান প্রার্থী।
উল্লেখ্য যে, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে অত্র ইউপির নির্বাচন।
Leave a Reply