চট্টগ্রামের ইট বিক্রি চালুর দাবিতে রাঙামাটিতে ঠিকাদার সমিতির সংবাদ সম্মেলন
মাহাদী বিন সুলতানঃ রাঙামাটিঃ পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন কর্মকান্ড চলমান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ইট ভাটার ইট বিক্রি চালু করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি জেলা ঠিকাদার সমিতি।
বৃহস্পতিবার (০৪ মার্চ) সকাল ১১টায় রাঙামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে জেলার ঠিকাদার, পরিবহণ শ্রমিক, নির্মাণ শ্রমিক ও লোড আনলোড নৌ পরিবহণ শ্রমিক সমিতির আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, পার্বত্য জেলা রাঙামাটির কয়েকটা ভাটা থেকে উন্নয়ন কাজে পর্যাপ্ত ইটের যোগান না থাকায় এখানকার ঠিকাদারদের চট্টগ্রামের রানীরহাট, রাউজান, রাঙ্গুনিয়া ও হাটহাজারী থেকে ইট আনতে হয়। সম্প্রতি পরিবেশবাদী এক সংস্থার করা মামলা ও প্রশাসনিক অভিযানে চট্টগ্রামের ইটভাটাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ফলে আটকে যাচ্ছে চলমান উন্নয়ন কাজ। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে নির্মাণ শ্রমিক, পরিবহণ শ্রমিক ও সংশ্লিষ্টরা।
শ্রমিক নেতারা এসময় পার্বত্য চট্টগ্রামে অগ্রাধিকারের ভিত্তিতে সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এবং আইনি প্রক্রিয়ায় ইট ভাটাগুলোকে লাইসেন্স প্রদান ও আপাতত ইট বিক্রয় চালু করার বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এসময় ট্রাক টার্মিনালের ইজারাদার মোঃ সাওয়াল উদ্দিন, রাঙামাটি ব্যাবসায়ী ফেডারেশনের সভাপতি কামাল উদ্দীন, মাঝিমাল্লা সমিতির সভাপতি মোঃ শাহজালাল, রাঙ্গা কল্যাণ সমিতির সভাপতি আঃ ছাত্তার, ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ আজগর আলী ও সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply