চট্টগ্রামে নুরুল ইসলামের নাগরিক শোক সভা অনুষ্ঠিত
শেখ দিদারুল ইসলাম চৌধুরী
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম বিভাগ।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সম্মানিত উপদেষ্টা ও চান্দগাঁও থানা আওয়ামীলীগের প্রয়াত আহ্বায়ক মরহুম আলহাজ্ব নুরুল ইসলামের এক বিশাল নাগরিক শোকসভা চান্দগাঁওস্থ সিএমবি ফায়ার সার্ভিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। নাগরিক শোকসভা কমিটির সভাপতি সাবেক সিডিএ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আবদুচ ছালামের সভাপতিত্বে ও সদস্য সচিব ফৌজুল আজিম সঞ্চালনায় চট্টগ্রাম মহানগর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বীর মুক্তিযোদ্ধা, নেতাকর্মী সুহৃদ শুভানুধ্যায়ীয়ের অংশগ্রহণে স্মরনকালের এক বৃহত্তম সমাবেশে রুপ নেয়।
সমাবেশে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য প্রাক্তন মন্ত্রী আলহাজ্ব ইন্জিনিয়ার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মহানগর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী, উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক শহীদুল আলম, আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা উপকমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পাট ও বস্ত্র বিষয়ক উপসম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু। ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের মধ্য বক্তব্য রাখেন আলহাজ্ব নুরুল হুদা লালু, শামসুল আলম, আনোয়ার মির্জা, কাজী নুরুল আমিন। ওয়ার্ড যুবলীগের পক্ষথেকে বক্তব্য রাখেন নিজামউদ্দিন, মেজবাহ উদ্দিন মাইনু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ ফারুক, মোজাম্মেল হক, হাসান মুরাদ চৌধুরী জাবেদ, মোঃ জামালউদ্দীন, শওকত আকবর রাশেদ। থানা ও ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে বক্তব্য ছাত্রনেতা নুর নবী শাহেদ, দেলোয়ার হোসেন, এস এম মামুন জাকারিয়া তাহের শাফায়াত, গিয়াসউদ্দিন আদর।
সভায় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক কে বি এম শাহাজাহান, জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব আবুল হোসেন আবু, শহীদুল আলম দুলাল,
ওয়ার্ড আওয়ামীলীগের ছদরুল আলম খান, মোজাহেরুল আলম চৌধুরী, সাইফুদ্দিন খালেদ, নাসির বিল্লাহ, মোস্তাকিম চৌধুরী লিটন, মোঃ ইলিয়াস, মোঃ ইদ্রিস, আলীআজম, শওকত আলম, নুরুল হক বীর প্রতীক, জামাল উদ্দিন, আব্দুল মালেক খান, এডভোকেট তাজউদ্দীন, মোস্তফা কামাল চৌধুরী সোহেল, মোঃ হুমায়ূন করিম চৌধুরী, আলী আকবর, শামসুল আলম, হারুনুর রশীদ, হাসান জামাল, দিদারুল আলম, শাহাজাহান মুরাদ,আমজাদ হোসেন, আবু তাহের, ছমিউদ্দিন, মোঃ নাসিরউদ্দীন, মহানগর যুবলীগের সদস্য আবু বকর চৌধুরী, মোঃ ইকরাম, ওয়ার্ড যুবলীগ নেতা আনিসুর রহমান, জিএস এস এম শাহাবুদ্দীন,ইসা রাসেল,লিয়াকত চৌধুরী, কফিলউদ্দিন, ওমর খৈয়াম তৈয়ব, জসীম উদ্দীন, মোফাক্কর হোসেন, হামিদুল হক, কফিলউদ্দিন, রোকনুজ্জামান, ওয়াসিম চৌধুরী,এসারুল হক, মাহফুজুর রহমান মানিক, মাইনউদ্দীন ফরহাদ, সাইফুদ্দীন সান্টু, এস এম মাসুদ,মোঃ জাহেদ,মোঃ মোরশেদ, সাইদ সুমন, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন বড়ুয়া, গোলাম রসুল মান্নান, মোঃ বাহাদুর, জামালউদ্দীন,মোঃ হাসান, বাদশা চৌধুরী, সাখোয়াত হোসেন, ইব্রাহিম সিকদার, নুর কাশেম রোকন,মোঃ পারভেজ,রাশেদুল আলম, মোঃ মহসিন ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন মোঃ তানভীর, মোঃ পিপলু, মোঃ ইমরান সহ প্রমুখ।
সভায় বক্তারা নুরুল ইসলাম সাহেবর সামাজিক রাজনৈতিক নানান কর্মসূচি, আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ ভুমিকা সহ সমাস্য সংকটে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ত্যাগের কথা স্মরন করেন এবং আগামী প্রজন্মকে এই থেকে শিক্ষা নিয়ে দেশ ও দলের কল্যানে এগিয়ে আসার আহবান জানান।
দিনব্যাপী কর্মসূচী তে কোরআন খতম, ফাতেহাশরীফ পাঠ মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম সাহেবের কবরে নাগরিক শোকসভা কমিঠির পক্ষ থেকে পুস্পমাল্য অপর্ন করা হয়।