চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক ১,৪৬,০০০ (এক লক্ষ ছেচল্লিশ হাজার) পিস ইয়াবা, ০২ টি মোটরসাইকেল, ০৫টি মোবাইলসহ গ্রেফতার ০৩ জন
----------------------
মোটরসাইকেলযোগে ইয়াবা পাচার করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো: তারিক রহমানের নেতৃত্বে সঙ্গীয় সহকারী পুলিশ সুপার (আনোয়ার সার্কেল) মো: মফিজ উদ্দিন, পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদারসহ পটিয়া ও আনোয়ারা থানা পুলিশের একটি যৌথ দল আজ ২৪ ডিসেম্বর ২০২০খ্রি: সকাল ০৭.২৫টায় আনোয়ারা থানাধীন কালাবিবির দিঘীর মোড় এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কে চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট করাকালে সন্দিগ্ধ ০২ টি মোটরসাইকেলের আরোহীদের থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল রেখে দ্রুত দৌড়ে পলায়নের চেষ্টা করে। তাৎক্ষনিক ধাওয়া করে তাদের আটকের পর সাথে থাকা ০২টি ব্যাকপ্যাকে তল্লাশী চালিয়ে মোট ১৪টি ইট সদৃশ্য খাকি কাগজে মোড়ানো প্যাকেটের মধ্যে প্রতিটিতে ১০,০০০ পিস করে মোট ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) পিস ইয়াবা এবং ৩০টি নীল রংয়ের পলিপ্যাকের প্রতিটিতে ২০০টি করে মোট ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ সর্বমোট ১,৪৬,০০০ (এক লক্ষ ছেচল্লিশ হাজার) পিস ইয়াবা, ০২ টি মোটরসাইকেল (যার একটি রেজিস্ট্রেশন বিহীন), ও ০৫টি মোবাইলসহ আসামী ০১। মাহমুদুল হক(২৩), পিতা- নুরুল হক, মাতা- হাসিনা খাতুন, সাং- দমদমিয়া, নীলা ইউনিয়ন, আসামী ২। মোঃ ইব্রাহিম (২৬), পিতা- সালেহ আহমদ, মাতা- উম্মে ছলিমা, সাং- লেঙ্গুরবিল, সদর ইউনিয়ন, ও আসামী ৩। জাহেদ হোসাইন(২৫), পিতা- খলিলুর রহমান, মাতা- জকুমবাহার, সাং- লেঙ্গুরবিল, সদর ইউনিয়ন, সর্বথানা থানা- টেকনাফ, জেলা-কক্সবাজারদেরকে গ্রেফতার করে। এ সংক্রান্তে আইনানুগ কাযক্রম প্রক্রিয়াধীন আছে।