হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় প্রবাসে বাংলাদেশের মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ।এ উপলক্ষে ১৭ ডিসেম্বর শুক্রবার ভার্চুয়াল আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন ও বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের ও করোনায় মৃত্যু বরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সূচনা করা হয়। সংগঠনের সভাপতি আবদুল আজিজ নঈমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. ইকবাল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন- চাকসুর সাবেক জিএস ড. জমির চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক জাহাঙ্গীর শাহেনেওয়াজ ডিকেন্স, সাবেক সভাপতি ও উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক স্বপন দাস, সাবেক সভাপতি ও উপদেষ্টা পরিষদের সদস্য পারভেজ কাজী, সাবেক সভাপতি ও উপদেষ্টা পরিষদের সদস্য বিষ্ণু গোপ, সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্য সামশুদ্দিন আজাদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্য শামীম আল মামুন, মীর দোস্ত মোহাম্মদ খান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাবিনা শারমিন নিহার, সংগঠনের সহ- সভাপতি হাসান মাহমুদ, চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের সাবেক ভিপি কামাল হোসেন মিঠু, চাকসুর সাবেক সহ- ছাত্রী মিলনায়তন সম্পাদিকা জামিলা ইলিয়াস চট্টলা, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য মাহমুদ আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক লুৎফুর রহমান, গণ সংযোগ ও সাংগঠনিক সম্পাদক রতন চৌধুরী, ম্যাগাজিন ও প্রকাশনা সম্পাদক মীর কাদের রাসেল, আকতার চৌধুরী, মোহাম্মদ জাহেদ প্রমুখ। খবর বাপসনিউজ। সভায় বক্তারা বলেন - বাংলাদেশের বিজয়ের ৫০ বছরে অর্জন অনেক, বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অনেক অগ্রগতি দৃশ্যমান, তবে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য অশুভ শক্তি বিভিন্ন ধরণের ষড়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতার পক্ষের শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে তবে বাংলাদেশের এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবেনা, দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তির মোকাবিলা করার জন্য বক্তারা আহবান জানান। স্বাধীনতার কারনেই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ ঠাঁই করে নিয়েছে লাল-সবুজের পতাকা উড়িয়ে।